এটিইউর পরিদর্শক (মিডিয়া) মো. হারুন অর রশিদ গতকাল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা ফেসবুক গ্রুপের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করাত। এখানে আকৃষ্ট হয়ে অনেক সাধারণ মানুষ সর্বস্বান্ত হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে পরিচয় গোপন করে পরস্পর যোগসাজশে অর্থপ্রাপ্তি প্রতারণা বা ঠকাবার উদ্দেশ্যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অন্য ব্যক্তির পরিচয় ও তথ্য সংগ্রহপূর্বক অবৈধ ই-ট্র্যানজেকশন করার অপরাধে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাভার থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/টিআর