৭ নভেম্বর , আনাদোলু , আরব নিউজ : ইসরাইলের কারাগারে বন্দী ফিলিস্তিনী নাগরিক মাহের আল-আখরাস শেষ পর্যন্ত অনশন ভেঙেছেন। তাকে মুক্তি দেয়া হবে বলে ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হওয়ার পর ১০৩ দিন পর তিনি অনশন ভাঙেন। ফিলিস্তিনী প্রিজনার্স সোসাইটি শুক্রবার জানিয়েছে, আগামী ২৬ নভেম্বর মাহের আল-আখরাস ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাবেন। এছাড়া, তার বিরুদ্ধে যে প্রশাসনিক আটকাদেশ রয়েছে তা নবায়ন করা হবে না। চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের এ বন্দী বাকি কয়দিন চিকিৎসার জন্য হাসপাতালে থাকবেন। ৪৯ বছর বয়সী মাহের আল-আখরাসকে গত ২৭ জুলাই ইসরাইল কর্তৃপক্ষ চার মাসের প্রশাসনিক আটকাদেশে কারারুদ্ধ করে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। তাকে নির্জন কারাকক্ষে রাখা হয়েছিল। বিনাবিচারে কথিত গোপন অভিযোগের ভিত্তিতে আটক করার প্রতিবাদে মাহের আমরণ অনশন শুরু করেন। অনশনের মধ্যে তারা অবস্থার মারাত্মক অবনতি হলে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস গভীর উদ্বেগ প্রকাশ করে।