Wednesday, November 29, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরঅযোগ্য সরকারি কর্মকর্তাদের শোকজ নোটিশ ইমরান খানের

অযোগ্য সরকারি কর্মকর্তাদের শোকজ নোটিশ ইমরান খানের

অযোগ্য সরকারি কর্মকর্তাদেরকে শোকজ নোটিশ এবং সতর্কবার্তা দিয়ে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে কর্মে অবহেলা এবং জনসাধারণের অভিযোগের ব্যাপারে গুরুত্ব না দেয়ার গুরুতর অনিয়ম দেখতে পেয়েছেন ইমরান খান।

রবিবার পাকিস্তানের মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মকর্তাদের অযোগ্যতার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নেন ইমরান খান।  প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, পাঞ্জাবের মুখ্য সচিব ১,৫৮৬ জন কর্মকর্তার ওপর নিরীক্ষণ চালিয়েছেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। ওই রিপোর্ট অনুসারে, ২৬৩ জন কর্মকর্তাকে সতর্কবার্তা দেয়া হয়েছে এবং সাতজনকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। 

প্রায় ৮৩৩ জন কর্মকর্তাকে ভবিষ্যতে সতর্ক হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তবে ওই রিপোর্টে ৪০৩ জন কর্মকর্তার কর্মতৎপরতার প্রশংসা করা হয়েছে।

সূত্র: পার্সটুডে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য