Friday, December 6, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরঅর্ধেকের বেশি ইসরাইলি নেতানিয়াহুর পদত্যাগ চায়

অর্ধেকের বেশি ইসরাইলি নেতানিয়াহুর পদত্যাগ চায়

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ চায় সেখানে বসবাসরত অধিকাংশ বাসিন্দা। হিব্রু পত্রিকা মারিভের এক জরিপে পাঠকরা এ বিষয়ে তাদের মতামত দিয়েছে। জরিপে অধিকাংশ পাঠক নেতানিয়াহুর বিপক্ষে অবস্থান নিয়েছে বলে জানায় মিডেল ইস্ট মনিটর।

জরিপে দেখা যায়, ৫৪ শতাংশ পাঠক চায় নেতানিয়াহু তার অবস্থান থেকে সরে দাঁড়াক। ৩৫ শতাংশ পাঠকের ইচ্ছা তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখুক। বাকি ১০ শতাংশ কোনো মতামত দেয়নি।

মারিভের জরিপ অনুযায়ী, এখন ইসরাইলের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে, নেতানিয়াহু সমর্থিত লিকুদ পার্টি সিট পাবে ২৮টি। যা তাদের বর্তমান সিট ৩৬টি থেকে কম। সুতরাং এককভাবে লিকুদ পার্টি ইসরাইলের ক্ষমতায় বসতে পারবে না।

করোনাভাইরাসের সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার অভিযোগে বেশ কয়েক সপ্তাহ ধরেই তেল আবিবের সড়কে আন্দোলন করে আসছে ইসরায়ইলি নাগরিকরা। তাদের মূল দাবী নেতানিয়াহুর পদত্যাগ। এই বিক্ষোভকে কেন্দ্র করে বেশ কয়েকদফা পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে আন্দোলনকারীদের।

ইত্তেফাক/টিআর/এআর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য