মহামারির কারণে বিগত বছর উৎপাদন কমে যাওয়া সত্ত্বেও চীনে তেল রপ্তানির দিক দিয়ে রাশিয়াকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে সৌদি আরব। চলতি বছরের প্রথম দুই মাসও শীর্ষে অবস্থান করছে বিশ্বের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশটি। চীনা কাস্টমসের তথ্যমতে, প্রতিদিনের হিসাবে যার পরিমাণ ২ দশমিক ১ থেকে এক দশমিক ৮৬ মিলিয়ন ব্যারেল পর্যন্ত সরবরাহ হচ্ছে।
আজ রবিবার (২১ মার্চ) সৌদি আরবের শীর্ষ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরমকোর ব্যবস্থাপনা পরিচালক (সিইও) আমিন নাসের বলেন, আগামী ৫০ বছরের জন্য চীনের জ্বালানি সুরক্ষা তাদের সবচেয়ে বেশি অগ্রাধিকারে থাকবে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে চীনা উন্নয়ন ফোরামকে তিনি বলেন, চীনের জ্বালানি চাহিদার ধারাবাহিক সুরক্ষা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে। এটা কেবল আগামী ৫ বছর নয়, বরং পরবর্তী ৫০ বছরের জন্য।
চীনের জ্বলানি চাহিদার শীর্ষ সরবরাহকারী হওয়া ছাড়াও তাদের শক্তি স্থানান্তরে দ্বিতীয় শতবর্ষের লক্ষ্য অর্জনেও সহায়তা করবে আরমকো, যোগ করেন আমিন নাসের।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেছিলেন, তার দেশ ২০৩০ সালের আগেই কার্বন নিঃসরনের দিক দিয়ে বিশ্বের মধ্যে শীর্ষে অবস্থান করবে এবং ২০৬০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতায়।