ভোলার সদর উপজেলার জংশন বাজারে আগুন লেগে নৌ থানার কার্যালয়সহ প্রায় ২৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভোলা সদর থানার অধীন পূর্ব ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুজন বলেন, আগুনে ইলিশা নৌ থানা কার্যালয়সহ ২৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আরও নয়টি ঘর পুড়ে যাওয়ার আশঙ্কায় ভেঙে ফেলা হয়েছে।
পূর্ব ইলিশা জংশন বাজার ঘর মালিক ও ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম পাটওয়ারী বলেন, তাঁদের ২১টি ঘর পুড়ে গেছে। ঘরগুলো তাঁরা ভাড়া দিতেন। এতে ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্য ব্যবসায়ীদের আড়াই থেকে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
বাজারের ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম জানান, তাঁর প্রায় ৯০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।