রবিবার (৩০ নভেম্বর) সকালে পূর্ব আফগানিস্তানের গজনিতে এক পুলিশ ক্যাম্পে আচমকাই ঢুকে পড়ে একটি বিস্ফোরকভর্তি গাড়ি। সঙ্গে সঙ্গে ঘটে যায় ভয়ঙ্কর বিস্ফোরণ।
ধারণা করা হচ্ছে, তালেবানরাই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
গজনির পাবলিক হেলথের ডিরেক্টর জাহির শাহ নিকমল সংবাদমাধ্যমে জানিয়েছেন, রবিবার সকালে ওই হামলায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
অন্যদিকে, গজনি প্রশাসনের মুখপাত্র ওয়াদউল্লাহ জুমজাদা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘হামলার লক্ষ্য ছিল পাবলিক প্রটেকশন পুলিস ফোর্সের ক্যাম্প। সেখানেই হামলা চালানো হয়। শহরের বাইরে কোয়ালা-ই-জোজ এলাকায় বিকট আওয়াজের ওই বিস্ফোরণ ঘটে। ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উঠে যায়। তা দেখা গিয়েছে বহু দূর থেকে।
অন্যদিকে, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালইয়ের মুখপাত্র তারিক আরিয়ান সংবাদমাধ্যমে জানিয়েছেন, গাড়িতে বিস্ফোরক বোঝাই করে এক আত্মঘাতী জঙ্গি সকাল পৌনে আটটা নাগাদ ওই হামলা চালায়। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।
ইত্তেফাক/এএইচপি