Wednesday, November 6, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরআফগানিস্তানে ইসলামি সরকারকে সমর্থন দেবে ইরান

আফগানিস্তানে ইসলামি সরকারকে সমর্থন দেবে ইরান

ইরান প্রতিবেশী আফগানিস্তানে এমন একটি ইসলামি সরকার গঠনের প্রক্রিয়াকে সমর্থন করবে যা হবে দেশটির সমস্ত রাজনৈতিক দল এবং গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গঠিত বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। খবর পার্সটুডের।

আজ রবিবার সকালে ইরান সফররত তালেবানের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতা মোল্লা আবদুল গণি বারাদার ও তার সঙ্গীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। জাওয়াদ জারিফ আরও বলেন, আমরা এমন একটি অংশগ্রহণমূলক সরকারকে সমর্থন করবো যা আফগানিস্তানের সব জাতি, ধর্ম ও গোত্রের অংশগ্রহণে গঠিত হবে এবং যাকে আফগানিস্তানের জন্য প্রয়োজনীয় বিবেচনা করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, আফগানিস্তানের জনগণ হচ্ছে আপনাদেরই জনগণ এবং তাদেরকে হত্যার জন্য লক্ষ্যবস্তুতে পরিণত করা মোটেই উচিত হবে না। মোহাম্মাদ জাওয়াদ জারিফ আফগানিস্তানে মার্কিন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, ওয়াশিংটন কখনোই ভালো মধ্যস্থতাকারী ও শান্তি আলোচক নয়।

বিডি-প্রতিদিন/শফিক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য