Tuesday, November 28, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরআফগান যুদ্ধে জড়িয়ে পড়া পাকিস্তানের ভুল ছিল: ইমরান খান

আফগান যুদ্ধে জড়িয়ে পড়া পাকিস্তানের ভুল ছিল: ইমরান খান

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগান যুদ্ধে জড়িয়ে পড়া পাকিস্তানের ভুল ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন আফগান যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন দ্বন্দ্বের অংশ হয়ে আমাদের দেশ চড়া মূল্য দিয়েছে। এই যুদ্ধে যোগ দিয়ে সে সময়কার শাসকরা চরম ভুল করেছেন এবং এর জন্য পাকিস্তান মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছে।

বৃহস্পতিবার দেশটির রাজধানীতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইমরান খান এসব কথা বলেন।

ইমরান খান বলেন, নাইন ইলেভেন হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক ছিল না; অথচ আমেরিকার নেতৃত্বে ইসলামাবাদ আফগান যুদ্ধে জড়িয়ে পড়ে। এটি ছিল আমাদের প্রথম ভুল।

তিনি আরও বলেন, আফগান যুদ্ধে জড়িয়ে যাওয়ার বিনিময়ে পাকিস্তানকে বৈদেশিক সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে, মনে রাখতে হবে কোথাও ফ্রি কোনো খাবার নেই। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য