Monday, November 10, 2025
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeনিবন্ধআল্লাহর আইন ও বিধান অনুযায়ী বিচার-ফায়সালা করা ফরয

আল্লাহর আইন ও বিধান অনুযায়ী বিচার-ফায়সালা করা ফরয

নিঃসন্দেহে, যে ব্যক্তি আল্লাহর আইন ও বিধান অনুযায়ী বিচার-ফায়সালা করাকে ফরয বলে বিশ্বাস করে না, সে কাফির।

একইভাবে, যে ব্যক্তি আল্লাহর বিধান বাদ দিয়ে নিজের মনগড়া বা প্রচলিত আইন অনুসারে মানুষের মধ্যে বিচার-ফায়সালা করাকে বৈধ এবং ইনসাফভিত্তিক মনে করে, সেও কাফির। কারণ, আদল বা ন্যায়বিচার করতে তো সব জাতিই বলে।

অনেক ধর্মের অনুসারীরা তাদের জ্ঞানী ব্যক্তিদের তৈরি করা আইন ও বিধান অনুযায়ী ফায়সালা করাকেই ন্যায়বিচার বা ‘আদল’ হিসেবে গণ্য করে।

কিন্তু ইসলামে নিজেদের সম্পৃক্তকারী এমন অনেকেই আছেন, যাঁরা আল্লাহর আইন ও বিধানকে বাদ দিয়ে প্রচলিত আইন দিয়ে বিচার ফায়সালা করে।

যেমন, গ্রাম্য বেদুঈনরা তাদের দলপতিদের সিদ্ধান্ত অনুযায়ী বিচারকার্য চালাত। আর এই দলপতি ও নেতারা তাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ছিল। তারা ভাবত, কুরআন-হাদীস বাদ দিয়ে আমাদের নেতা বা দলপতিদের মত অনুযায়ী বিচার করাই বেশি উপযোগী।

আর এটাই হলো কুফরি। অনেক মানুষ ইসলাম মানা সত্ত্বেও নিজেদের অনুসরণীয় নেতাদের আদেশে প্রচলিত নিয়মেই বিচার-ফায়সালা করে।

এই লোকেরা যদি মানব-রচিত আইন দিয়ে বিচার করা হারাম জানা সত্ত্বেও আল্লাহর বিধান না মেনে এর বিপরীতে অন্য বিধান দ্বারা বিচারকার্য ও দেশ পরিচালনা করাকে হালাল (বৈধ) মনে করে, তবে তারা কাফির।

শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ

[মিনহাজুস্ সুন্নাহ্ আন্ নাবাবিয়্যাহ্]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য