Sunday, December 10, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরআশুলিয়ায় কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি

আশুলিয়ায় কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি

সাভারের আশুলিয়ায় একটি কবরস্থান থেকে গভীর রাতে ১৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

শনিবার রাতের কোনো এক সময় উপজেলার গোহাইলবাড়ী রণস্থল জান্নাতুল বাকী কবরস্থান থেকে এ কঙ্কালগুলো চুরি হয়েছে। শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার সোনা মিয়া সরকার জানান, শনিবার রাতের কোনো এক সময়ে চোরেরা ১৬টি পুরাতন কবর থেকে ১৬টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। রবিবার সকালে এক নারীর মরদেহ দাফন করতে গিয়ে কঙ্কাল চুরির বিষয়টি নজরে আসে এলাকাবাসীর। পরে তারা ইউনিয়ন পরিষদে বিষয়টি জানালে ইউনিয়ন পরিষদ থেকে লোক পাঠিয়ে কঙ্কাল চুরির সত্যতা পাওয়া যায়।

হূদয় আহমেদ জিয়া নামে এক ব্যক্তি বলেন, সকালে তার চাচাতো বোন রেজিয়ার মরদেহ দাফন করতে এসে বেশ কয়েকটি কবর খোঁড়া দেখতে পান তারা। পরে মোট ১৬টি কবরে কঙ্কাল দেখতে না পেয়ে বিষয়টি আশুলিয়া থানায় অবহিত করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঐ কবরস্থানের চারপাশে সীমানা প্রাচীর দেওয়া থাকলেও কিছু স্থানে সীমানা প্রাচীর নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস বলেন, কঙ্কাল চুরি যাওয়ার খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

ইত্তেফাক/এনএ

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য