তাফসীর সূরা আল লাহাব আয়াত না ০৩
سَیَصْلٰى نَارًا ذَاتَ لَهَبٍۚۖ
অবশ্যই সেই লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে।
অর্থাৎ কেয়ামতে অথবা মৃত্যুর পর কবরেই সে এক লেলিহান অগ্নিতে প্রবেশ করবে। তার নামের সাথে মিল রেখে অগ্নির বিশেষণ (ذَاتَ لَهَبٍ) বলার মধ্যে বিশেষ অলংকার রয়েছে।
এখানে আবু লাহাবের পরিণতি এবং তার অর্জিত কর্মের প্রতিদানের বর্ণনা দেওয়া হয়েছে।
শিক্ষা ও প্রায়োগিক ক্ষেত্র:
মানুষের প্রত্যেকটা কর্মেরই প্রতিদান রয়েছে। সেই ভিত্তিতে কেউ তার কর্ম দিয়ে চূড়ান্ত সফলতা অর্জন করবে। আবার কেউ তার কর্মের মাধ্যমে চূড়ান্ত ব্যর্থতা লাভ করবে। চূড়ান্ত সফলতা হচ্ছে পরকালের জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারা। কারণ আল্লাহ তাআলা বলেছেন-
فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَ اُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَؕ
“একমাত্র সেই ব্যক্তিই সফলকাম হবে, যে সেখানে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে।”-আল- ইমরান 185