Saturday, December 7, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমকুরআন ও হাদীসআসুন, আজ কুরআনুল কারীমের একটি আয়াত শিখি।

আসুন, আজ কুরআনুল কারীমের একটি আয়াত শিখি।

তাফসীর সূরা আল লাহাব আয়াত না ০৩
سَیَصْلٰى نَارًا ذَاتَ لَهَبٍۚۖ

অবশ্যই সেই লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে।

অর্থাৎ কেয়ামতে অথবা মৃত্যুর পর কবরেই সে এক লেলিহান অগ্নিতে প্রবেশ করবে। তার নামের সাথে মিল রেখে অগ্নির বিশেষণ (ذَاتَ لَهَبٍ) বলার মধ্যে বিশেষ অলংকার রয়েছে।
 এখানে আবু লাহাবের পরিণতি এবং তার অর্জিত কর্মের প্রতিদানের বর্ণনা দেওয়া হয়েছে।

শিক্ষা ও প্রায়োগিক ক্ষেত্র:

মানুষের প্রত্যেকটা কর্মেরই প্রতিদান রয়েছে। সেই ভিত্তিতে কেউ তার কর্ম দিয়ে চূড়ান্ত সফলতা অর্জন করবে। আবার কেউ তার কর্মের মাধ্যমে চূড়ান্ত ব্যর্থতা লাভ করবে। চূড়ান্ত সফলতা হচ্ছে পরকালের জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারা। কারণ আল্লাহ তাআলা বলেছেন-
فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَ اُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَؕ
“একমাত্র সেই ব্যক্তিই সফলকাম হবে, যে সেখানে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে।”-আল- ইমরান 185

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য