Sunday, January 26, 2025
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরইউক্রেনের সাথে সম্পর্ক ছিন্ন করলো সিরিয়া

ইউক্রেনের সাথে সম্পর্ক ছিন্ন করলো সিরিয়া

সিরিয়া বুধবার ঘোষণা করেছে যে তারা ইউক্রেনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার সমর্থনে এ পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। তবে তারা বলছে, ইউক্রেনের গৃহীত পদক্ষেপের পাল্টা হিসেবে তারাও এ পথে হেঁটেছে।

নাম প্রকাশ না করে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কর্মকর্তা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে বলেছেন, ইউক্রেনের সাথে কূটনৈতিক সম্পর্কশ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ান আরব রিপাবলিক। পারস্পরিক নীতিতে অনুসারে এবং ইউক্রেন সরকারের গৃহীত পদক্ষেপের পাল্টা হিসেবে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।’

ইউক্রেনের রুশ-সমর্থিত বিচ্ছিন্ন প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুগানস্ককে স্বীকৃতি দেয়ায় সিরিয়ার সম্পর্ক ছিন্নের কথা গত মাসেই ঘোষণা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সে সময় জেলেনস্কি বলেছিলেন, ‘ইউক্রেন ও সিরিয়ার মধ্যে আর সম্পর্ক থাকতে পারে না।’

ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া দোনেৎস্ক ও লুগানস্কেকে গত ফেব্রুয়ারিতে স্বীকৃতি দিয়েছিল রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রধান কেন্দ্রস্থল ছিল দনবাস অঞ্চলের এ রাজ্য দু’টি।

রাশিয়া ছাড়া ওই রাজ্য দু’টির স্বাধীনতার প্রথম স্বীকৃতি দেয় সিরিয়া। রাশিয়ার উপর ব্যাপকভাবে নির্ভরশীল এক দশকের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার আসাদ সরকার এর আগে ২০১৮ সালে রাশিয়া-সমর্থনে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া আরো দুটি প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিয়েছিল।

এদিকে, আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া আন্তর্জাতিকভাবে জর্জিয়ার অংশ হিসেবে বিবেচিত হলেও রাশিয়া এবং মুষ্টিমেয় আরো কয়েকটি দেশ তাদের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। জর্জিয়া ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।

সূত্র : এএফপি/আরব নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + 20 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য