Monday, October 14, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয় অফিসারকে মুক্তি দিলো কাতার

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয় অফিসারকে মুক্তি দিলো কাতার

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর সাবেক আট অফিসারকেই মুক্তি দিয়েছে কাতার। তাদের মধ্যে সাতজন ইতিমধ্যে ভারতে ফিরে এসেছেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার গভীর রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘দাহরা গ্লোবাল কোম্পানির হয়ে কাজ করা আটজন ভারতীয়কে ছেড়ে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ভারত সরকার। তাদের কাতারে আটক করা হয়েছিল। তাদের মধ্যে সাতজন ভারতে ফিরে এসেছেন। এই নাগরিকদের মুক্তি দেয়া এবং তাদের ঘরে ফেরানোর জন্য কাতারের আমির যে সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রশংসা করছি আমরা।’

মুক্তিপ্রাপ্ত এই ভারতীয় আট নাগরিক ২০২২ সালের অক্টোবর থেকে কাতারে আটক ছিলেন। তাদের বিরুদ্ধে ইসরাইলের হয়ে একটি সাবমেরিন কর্মসূচির ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। তাদের সবাইকে কাতারের একটি আদালত মৃত্যুদণ্ড দেয়। তবে অভিযোগ কখনো প্রকাশ্যে আনা হয়নি। পরে কাতারের আদালত তাদের দণ্ড লঘু করে কারাদণ্ডে পরিণত করে।

সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস এবং অন্যান্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য