Sunday, March 16, 2025
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহী ফিলিস্তিন

ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহী ফিলিস্তিন

আরব রাষ্ট্রগুলোর আগে ইসরায়েলকে ফিলিস্তিনের সঙ্গে আলোচনায় বসে শান্তি চুক্তি করতে হবে জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 

গত মঙ্গলবার (২৫ আগস্ট) ফিলিস্তিনের রামাল্লায় ব্রিটিশ পররাষ্টমন্ত্রী ডোমিনিক রাবের সঙ্গে বৈঠককালে একথা বলেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদা আব্বাস।

এ সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ এশতিয়াহসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসরায়েল-আমিরাত স্বাভাবিক সম্পর্কের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এটি ছিল প্রথম সফর।

শান্তি আলোচনায় আরব-ইসরায়েলের ভূমিকা না থাকার কথা উল্লেখ করে মাহমুদ আব্বাস বলেন, ‘ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিন শান্তি আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু এতে তেলআবিবের সঙ্গে অন্যান্য আরব রাষ্ট্রের স্বাভাবিক সম্পর্ক স্থাপন কোনো ভূমিকা রাখবে না’।

আব্বাস আরো বলেন, ‘আরব রাষ্ট্রগুলোর মতো ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনকে স্বাভাবিক সম্পর্ক গড়তে বলে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না। বরং প্রথমে ফিলিস্তিনের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন করে সব দেশের সঙ্গে রাষ্ট্রীয় আইন মতে শান্তি পরিকল্পনা করা যাবে।’

তিনি আরো বলেন, ‘১৯৬৭ সালের সীমারেখায় ইসরায়েলের ফেরা ও ফিলিস্তিনবাসীর রাষ্ট্রীয় স্বাধীনতা ছাড়া আমাদের দেশে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না।’

এছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে ব্রিটেন ন্যায় প্রতিষ্ঠায় অংশ নিতে পারে। ’৬৭ সালের সীমারেখায় ফিরে ফিলিস্তিন ও ইসরায়েল দুটি নিরাপদ ও শান্তিকামী দেশ হতে পারবে।’

ইতিপূর্বে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনেক রাব এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনা ছাড়া উভয় দেশের মধ্যে শান্তি স্থাপন সম্ভব নয়। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের জমি দখল স্থগিতের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এ অঞ্চলে শান্তি স্থাপনে আমিরাত-ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক স্থাপন বড় ভূমিকা পালন করবে।’ 

ইসরায়েল-আমিরাত চুক্তির পর প্রথম বার ফিলিস্তিন ও ইসরায়েল সফর করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব। ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর স্বাভাবিক সম্পর্ক গড়তে  এ সফর শুরু করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। 

সূত্র : আলজাজিরা নেট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য