Saturday, October 5, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমবিবিধঈদে মিলাদুন্নবী দিবস পালন করা বিদআত

ঈদে মিলাদুন্নবী দিবস পালন করা বিদআত

‘মিলাদুন্নবী’ শব্দের অর্থ ‘নবীর জন্ম মুহূর্ত’। প্রচলিত ঈদে মিলাদুন্নবী’র অনুষ্ঠান ধর্মের নামে সৃষ্ট একটি বিদ’আতী অনুষ্ঠান। কেননা ঈদে মিলাদুন্নবী পালন করার আদেশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেননি এবং নিজের জীবদ্দশায় কখনো জন্মবার্ষিকী পালন করেননি। আর তাই সাহাবী কিংবা সালাফে সালেহীনদের কাউকেই এজাতীয় কর্মকাণ্ড দ্বারা নবী প্রেমের (!) নমুনার নজির নেই। এই অনুষ্ঠান ইসলামের নামে পরবর্তী সময়ে সাওয়াব বা পুণ্যের আশায় আবিষ্কার করা হয়েছে বলে এটা “বিদ’আত”। প্রসঙ্গত নাসারারা (খ্রিস্টানরা) প্রতিবছর ২৫ ডিসেম্বর ঈসা আলাইহিস সালাম-এর জন্ম দিবস (ঈদে মিলাদুন্নবী) পালন করে। হিন্দুরা তাদের কথিত দেবতা শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে ‘অষ্টমী’ পালন করে। বৌদ্ধরা ‘বুদ্ধ পূর্ণিমা’ পালন করে। মুসলিমরা অন্য ধর্মের সাদৃশ্য অবলম্বনে কোন আমল করবে না – এটাই ইসলাম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি অন্য জাতির (ধর্মের রীতিনীতি) অনুসরণ করবে, সে ঐ জাতির অন্তর্ভুক্ত হবে (আবু দাউদ হা/৪০৩১)। সেই কারণে ঈদে মিলাদুন্নবী পালন ইসলামী আমল হতে পারে না।
উল্লেখ্য যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত ভালবাসার পরিচয় তাঁর ব্যাপারে বাড়াবাড়ি, তাঁর অতি প্রশংসা, তাঁকে তার স্বীয় স্তর থেকে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করা বা তাঁর জন্মবার্ষিকী পালন অথবা বিভ্রান্ত ও বিদআতপন্থীদের উদ্ভাবিত নানাবিধ অনুষ্ঠান পালনের মধ্যে পাওয়া যায় না। বরং তার প্রতি ভালোবাসার প্রকৃত ও সত্যিকার পরিচয় মিলে তাঁর সুন্নাতের যথাযথ অনুসরণ, তাঁর প্রবর্তিত শরীয়াতের পূর্ণ বাস্তবায়ন এবং এর প্রতি নিষ্ঠাবান হওয়ার মধ্যে। মহান আল্লাহ আমাদেরকে দীনের সঠিক বুঝ দান করুন। (আমীন!)
এখানে আরো উল্লেখ্য যে, দুই ঈদ, হজ্জ, আইয়ামে তাশরিকের তিনদিন ও জুমার দিনসহ বছরে মোট সাত দিন ইসলামে উৎসবের দিন হিসেবে অনুমোদিত। এর বাইরে সকল ধরনের দিবস পালন ইসলামী রীতি বহির্ভূত।
নোট: বিদআত হল আল্লাহর নৈকট হাসিলের উদ্দেশ্যে ইসলামের নামে নতুন কোন প্রথা বা ইবাদতের প্রচলন করা, যা শরীয়াতের কোন সহীহ দলিল-প্রমাণের উপর ভিত্তিশীল নয়। আর তাই সর্ব নিকৃষ্ট কাজ হচ্ছে দীনের মধ্যে নতুন কিছু উদ্ভব করা, যার চূড়ান্ত পরিনাম জাহান্নাম (মুসলিম হা/১৮৭৫, ইবনে মাজাহ ৪৫ নাসাঈ ১৫৭৮)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য