Saturday, December 14, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরউত্তর প্রদেশে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

উত্তর প্রদেশে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি জেলার একটি মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে গতকাল শুক্রবার রাতে আগুন লেগে অন্তত ১০টি শিশু মারা গেছে। নিহত শিশুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অবিনাশ কুমার সাংবাদিকদের বলেছেন, মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) গতকাল রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের প্রধান মেডিকেল সুপারিনটেনডেন্ট শচীন মহর বলেছেন, আগুন লাগার সময় সেখানে ৫৪টি শিশু ভর্তি ছিল। আগুন লাগার কারণে অনেক শিশু আটকা পড়েছিল। অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যদের সহায়তায় আটকা পড়া শিশুদের উদ্ধার করা হয়। শুরু থেকেই আগুন নেভাতে চেষ্টা করা হয়েছিল। কিন্তু ঘরটিতে অধিক পরিমাণে অক্সিজেন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। অনেক শিশুকে উদ্ধার করা হয়েছে। ১০টি শিশু মারা গেছে। আহত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরই মধ্যে অগ্নিকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশ রেঞ্জের উপপরিদর্শক জেনারেলকে ১২ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য