•• একজন বেহেশ্তি নারীর সংক্ষেপ জীবন- কাহিনী •••
*** আমার লিখতে ভয় হচ্ছে । কলম কাঁপছে । চোঁখ দিয়ে ঝরছে নিদাগ অশ্রু । আজ আসরের পর মসজিদে দরস দিতে গিয়ে এতোগুলো মানুষের সামনে Emotion ধরে রাখতে পারিনি । বারবার আটকে গিয়েছিলাম ! নিজের মা- বাবা, ভাই- বোন , স্ত্রী / সন্তান সহ সবার চেয়ে তাঁকে বেশী ভালোবাসি মনে হয়েছে । মুসল্লীদের সামনে খুব কেঁদেছি । আমার আর কিছুই ভালো লাগছেনা এ মূহুর্তে ।
*** বলুনতো সেই পবিত্র মহিয়সি নারী কে হতে পারেন ? কাকে নিয়ে আলোচনা করেছি ?
*** তিনি হলেন প্রিয় নবী করিম সা:’র পুত: পবিত্র দেহের একটি অঙ্গ ” সাইয়্যিদাহ ফাতেমা আয যাহরা ” রা: ।
فاطمة بضعة مني فمن اغضبها أغضبني “
” ফাতেমা হলেন আমার শরীরের একটি অংশ । তাঁকে রাগান্বিত করা মানে আমাকে রাগান্বিত করা ।”
ছহীহুল বোখারি ৩৭১৪
فاطمة بضعة مني يؤذيني ما أذاها
” ফাতেমাকে আঘাত করা মানে আমাকে আঘাত করা ।”
ছহীহ মুসলিম ২৪৪৯
*** যে কোন সফর থেকে মদীনায় ফিরে মহানবী সা: সর্ব প্রথমে ফাতেমা রা:কে দেখতে যেতেন । তাঁর কপালে চুমু দিতেন । মহানবী সা: ফাতেমা অপেক্ষা অন্য কোন মহিলার সংগে এমনকি স্ত্রীদের সংগেও এতো বেশী কথা বলতেন না ।”
আবু দাউদ শরীফ ৪২১৩,
সুনানে নাসাঈ ৯১৯২
*** সাইয়্যিদাহ আয়েশা রা: বলেন , মৃত্যুর সময় মহানবী সা: আমার সামনে ফাতেমা রা:’র সংগে অনেক কথা বলেছিলেন । এমতাবস্হায় কথার মাঝখানে ফাতেমা খুব কাঁদেন । অত:পর অনেক বেশী হাসতে থাকেন । রসুলের সা: মৃত্যেুর পর তাঁর কাছে বিষয়টি জানতে চেয়েছিলাম । তিনি বললেন ” আমার বাবা বলেছেন ” জিব্রাইল ফেরেশ্তা আ: আমার কাছে প্রতি বছর একবার করে কুরআন শুনিয়ে থাকেন । এ বছর তিনি ২ বার শোনালেন ! তার মানে আমার বিদায় নেয়ার সময় হয়েছে ! রসুলের সা: পরিবার থেকে তুমিই সর্ব প্রথম আমার সংগে মিলিত হবে । ” ফাতেমা রা: বললেন ” এ কথা শুনে আমি কেঁদেছিলাম । অত:পর আমার বাবা বললেন ” তোমাকে বেহেশ্তি মহিলাদের সম্রাজ্ঞী করা হবে ” এতে কি তুমি সন্তুষ্ট নও ? ” তখন আমি খুব বেশী হেসেছিলাম ! “
ছহীহুল বোখারি ৩৬২৩
*** ইসলাম ধর্মে সাইয়্যিদাহ ফাতেমা রা:’র চেয়ে এতো বেশী কোন পর্দাশীল মহিলা ছিলেন কিনা আমার জানা নেই । বদর যুদ্ধের পর খলীফাতুল মুসলিমীন আলী রা:’র সাথে তাঁর বিয়ে হয় । তিনি অসুস্হ অবস্হায় মৃত্যু শয্যায় বলেছিলেন ” আমার মৃত্যেুর পর পুরুষেরা আমার খাটিয়া কাঁধে উঠাবে, এ কথা ভাবতেও আমার লজ্জা হচ্ছে । ” অথচ আজকের মেয়েরা !!!!!! কিছু মহিলা তো ইসলামের লেভেল লাগিয়ে ফেইসবুকে এসে পুরুষদের সংগে চ্যাট, কমেন্টে হাসাহাসি বিনিময় নিয়ে ব্যস্ত !!! لا حول و لا قوة إلاّ بالله
*** মহানবী সা:’র ইন্তিকালের ৬ মাস পর ১১তম হিজরীতে ২৮ বছর বয়সে ( সারে ২৮) ৩ রমজান মঙ্গলবার দিবাগত রাত্রে বেহেশ্তি মহিলাদের সর্দার সাইয়্যিদাহ ফাতেমা রা: ইন্তিকাল করেন । তাঁর জানাযার গোসল দিয়েছিলেন আমীরুল মু’মিনীন আলী রা: এবং নামাজও তিনি পড়িয়েছেন । তাঁকে রাত্রেই দাফন করা হয় । যেনো কোন পুরুষ জানতেও না পারে ।
*** তাঁর খাটিয়া যে সাহাবীরা রা: কাঁধে উঠিয়েছিলেন , সবাই কেঁদেছিলেন এই ভয়ে যে, তাঁর পর্দার হেফাজত হচ্ছে তো ?
*** আমি আমার স্ত্রীকে অসিয়ত করে রেখেছি যে, আমরা উভয়ের মধ্যে যেই প্রথমে মারা যাবেন, একে অপরকেই গোসল দেবো inshallah . I’m speechless….
MQM Saifullah Mehruzzaman