- [عن أبي الدرداء:] إنَّ الرِّزقَ لَيطلبُ العبدَ أكثرُ مما يطلبُه أجلُه
الألباني (ت ١٤٢٠)، صحيح الجامع ١٦٣٠ • حسن
আবি দারদা রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, “নিশ্চয় বান্দার রিজিক বান্দাকে তার মৃত্যু যেভাবে খুঁজে বেড়ায় তার চেয়েও অধিক পরিমাণে খুঁজে বেড়ায়।”
সহিহ আল জামী, আলবানী (রঃ) ১৬৩০
হাদিসের মান হাসান।