“আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্নিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদমসন্তানের ভাগ্যে জিনা লিখা দেওয়া হয়েছে। অবশ্যই সে তাতে জড়াবে। দুই চোখের জিনা হলো কুদৃষ্টি। দুই কানের জিনা হলো কুশ্রুতি। জিহ্বার জিনা হলো বাজে কথা বলা। হাতের জিনা হলো মন্দ জিনিস স্পর্শ করা। পায়ের জিনা হলো পাপের পথে চলা। কলব আসক্ত হয় এবং আশা করে। তারপর লজ্জাস্থান তাকে সত্যায়ন করে বা মিথ্যারোপ করে।
সহিহ মুসলিম ৪৮০২