ইতিহাসের নতুন পাতার হদিশ মিললো কায়রোতে। বহু বছর আগের এক দেহ ঘিরে নতুন পথ পেলো ইতিহাসবিদরা। প্রায় ৩৬০০ বছর আগের এই দেহটিকে পরীক্ষা করে বেশকিছু নতুন পথের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছেন গবেষকরা। যীশুর জন্মেরও ১৬০০ বছর আগের এই দেহটি। মিশরের পাতায় এর নাম আছে কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও মনে করা হচ্ছে, মিশরের প্রাচীন রাজা ছিলেন তিনি। নীল নদের ধারে হাইকসসের বিরুদ্ধে লড়াই হয়েছিল বলেও অনুমান। গলফ নিউজের খবর অনুসারে, দেহটির ছবি তুলে এবং তার দেহাবশেষ দেখে মনে করা হচ্ছে দেহটিকে বেশকিছুদিন কারাগারে রেখে দেওয়া হয়েছিল। এরপর তাকে হত্যা করা হয়েছে। সিটি স্ক্যান করে জানা গিয়েছে, তার মাথায় গভীর ক্ষত ছিল। তাকে কোন ধরনের অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। মমির দেহটিতে হাতদুটি পিছনের দিকে বাধা ছিল। মৃত্যুকালে তার বয়স ছিল ৪০ বছর। তবে মমিটির দেহটি দেখে মনে করা হচ্ছে, সেটিকে এমন কিছু দিয়ে রেখে দেওয়া হয়েছিল, যার ফলে দেহটির বেশিরভাগ অংশ অবিকৃত থেকে গিয়েছে। এই ধরনের একটি আবিস্কার হাতে আসার ফলে গবেষকরা মনে করছেন, সেই যুগের মানুষরা তাদের মস্তিষ্ক থেকে এমন প্রযুক্তির আবিস্কার করেছিলেন যার ফলে দেহটি আজও সঠিকভাবে রয়েছে।