কুয়েতের নতুন আমির হিসেবে দায়িত্ব নিচ্ছেন ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ। তিনি আজ বুধবার শপথগ্রহণ করবেন। কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। তার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোকের পাশাপাশি কুয়েতে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল সাবাহ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯১ বছর।