নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যাকারী ব্রেন্টন টারান্ট আরেকটি মসজিদে হামলার পরিকল্পনা করেছিলেন। গত বছরের ১৫ মার্চ ওই ভয়াবহ হামলা হয়।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আজ সোমবার সকালে ক্রাইস্টচার্চে এ মামলার সাজা ঘোষণার শুনানি শুরু হয়েছে। সেখানেই হামলাকারীর এ পরিকল্পনার কথা বলা হয়েছে।