Sunday, December 10, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরগাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালানোর হুমকি ইসরাইলের

গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালানোর হুমকি ইসরাইলের

ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ হামলার হুমকি দিয়েছে। তেল আবিব জাতিসঙ্ঘের বিশেষ প্রতিনিধির মাধ্যমে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে পাঠানো এক বার্তায় এ হুমকি দিয়েছে বলে ইসরাইলের ওয়াল্লা নিউজ জানিয়েছে।

ইহুদিবাদী সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি বলেছে, ইসরাইল সরকার জাতিসঙ্ঘের বিশেষ প্রতিনিধি টোর উইনজল্যান্ডের মাধ্যমে হামাসের কাছে পাঠানো সতর্কবার্তায় বলেছে, ইসরাইল অভিমুখে গাজা থেকে রকেট হামলা বন্ধ না হলে এই উপত্যকায় ভয়াবহ হামলা চালাবে তেল আবিব।

সূত্রটি জানিয়েছে, গাজা থেকে রকেট বর্ষণের বিষয়টিকে কিভাবে সামাল দেয়া যায় তা নিয়ে গতকাল সোমবার ইসরাইলি মন্ত্রিসভা জরুরি বৈঠক করেছে।

গাজা উপত্যকার নিকটবর্তী ইহুদিবাদী উপশহরগুলোতে গত প্রায় চার দিন ধরে রকেট বর্ষণ করে যাচ্ছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এর ফলে এসব উপশহরের ইহুদি অভিবাসীদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। প্রতিনিয়ত সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে এবং ইহুদিবাদীরা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হচ্ছে।

চলতি রমজান মাসের শুরু থেকে বায়তুল মুকাদ্দাস শহরে অবস্থিত আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলমানদের নামাজ আদায় করতে না দেয়ার প্রতিবাদ জানিয়ে আসছেন ফিলিস্তিনি যুবকরা। এ নিয়ে মূলত ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সূত্র : পার্সটুডে

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য