চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তার প্রতিরোধ করতে নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্র, জাপান এবং ভারতের সঙ্গে বঙ্গোপসাগর ও আরব সাগরে নৌ মহড়ায় অংশ নেবে অস্ট্রেলিয়াও।
মালাবার নৌ মহড়ায় যুক্তরাষ্ট্র, জাপান, ভারতের সঙ্গে ২০০৭ সালের পর এই প্রথম যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনোল্ডস গত সোমবার বলেছেন, একটি উন্মুক্ত এবং উন্নত ইন্দো-প্যাসিফিক নিশ্চিত করতে এটা হবে আমাদের যৌথ প্রদর্শনী। ভারতের প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন, বঙ্গোপসাগর ও আরব সাগরে এই মহড়াটি অনুষ্ঠিত হবে যেখানটা ভারত-চীন কৌশলগত প্রতিযোগিতার হটস্পট।
মহড়াটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন চীন এবং অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক বিরোধ চলছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গেও বাণিজ্য নিয়ে বিরোধ রয়েছে চীনের। সেই সঙ্গে ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে চীনের দ্বন্দ্ব চলছে।