চুপ থাকার কয়েকটি উপকারিতা:-
১: চুপ থাকা পরিশ্রমবিহীন ইবাদত ।
২: চুপ থাকা রাজত্ববিহীন প্রভাব ।
৩: চুপ থাকা প্রচারবিহীন দূর্গ ।
৪: চুপ থাকা অস্ত্রবিহীন বিজয় ।
৫: চুপ থাকা কিরামন কাতিবীনকে অবসর দেয়া ।
৬:চুপ থাকা মুত্তাকীদের নিদর্শন ।
৭: চুপ থাকা জ্ঞানের ভান্ডার ।
৮: চুপ থাকা অজ্ঞদের প্রতিউত্তর ।
৯: চুপ থাকা দোষ-ত্রুটির আচ্ছাদন ।
১০: চুপ থাকা বুদ্ধিমত্তার পরিচায়ক ।
“মু’মিন সেই যার হাত ও মুখের অনিষ্ঠতা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে।” (হাদীস)।
Copied from Professor Mokhter Ahmad