Wednesday, November 29, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরজুমুআর সালাতের মাধ্যমে কম্বোডিয়ায় খুলে দেয়া হলো মাসজিদ

জুমুআর সালাতের মাধ্যমে কম্বোডিয়ায় খুলে দেয়া হলো মাসজিদ

করোনা প্রাদুর্ভাবের কারণে গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহ হতে কম্বোডিয়ায় মাসজিদ, মন্দির ,প্যাগোডাসহ ধর্মীয় উ্পসনালয় বন্ধ করে দেয়া হয়েছিল। আজ শুক্রবার হতে পুনরায় দেশটির মাসজিদসহ সকল ধর্মের উপসনালয় চালু করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ফের শুরু হয়েছে সালাত আদায়।

আজ শুক্রবার জুমুআর সালাতের মাধ্যমে পুনরায় মাসজিদ নিয়মিত সালাতের জন্যে খুলে দেয়া হয়েছে। রাজধানী নমপেনের কেন্দ্রীয় জামে মাসজিদে আজ প্রায় এক হাজার মুসল্লী সামাজিক দূরত্ব বজায় রেখে সালাত আদায় করেন।

কম্বোডিয়া ন্যাশনাল এ্যাসেম্বলীর সংসদ সদস্য ড. মোনসেনসহ মুসলিম নেতৃবৃন্দ সালাতে অংশগ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় করেন।

উল্লেখ্য, কম্বোডিয়ায় ৬ লক্ষাধিক মুসলিম বসবাস করেন। ধর্মীয় রীতিনীতি মেনে সবাই সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য