••• জুম’আর খোৎবার সার- সংক্ষেপ •••
১৩/০১/২০১৭ শুক্রবার ।
সংযুক্ত আরব আমীরাত (UAE )
*** বিষয় : এতিম লালনকারী জান্নাতে ***
*** খতীব: এম কিউ এম ছাইফুল্লাহ মেহরুজ্জমান বাংলাদেশী । শারজাহ ,UAE .
*** ১০ বছরের নীচে যে কোন শিশুর মা অথবা বাবা কিংবা উভয়ে যদি মারা যান , ঐ শিশুটিকে শরিয়তের পরিভাষায় ” এতিম ” বা Orphan বলা হয় । অর্থাৎ কোন বাচ্চা যদি ১০ বৎসর বয়সে পৌঁছে যায় , মাতৃ- পিতৃহীন এই বাচ্চাকে ” এতিম ” বলা বৈধ নয় । একটি শিশু যতক্ষণ পর্যন্ত নাবালেগ থাকে , ততক্ষণ পর্যন্ত সে এতিমের সংজ্ঞায় থাকবে । ১০ বছর বয়সী যে কোন ছেলে- মেয়ের উপর পাঁচ ওয়াক্ত নামাজ শতভাগ ফরজ । এ ব্যাপারে কোন ছাড় নেই ।
*** আল্লাহপাক বলেন ,
و ابتلوا اليتمي حتي اذا بلغوا النكاح .
” এতিম বাচ্চারা বিয়ের বয়স পর্যন্ত পৌঁছেছে কিনা পরীক্ষা করে দেখো ।”
সূরা আন নিসা ৬
*** ১০ বছর বয়সী যে কোন ছেলে- মেয়ে খুব সহজেই বিয়ে করতে সক্ষম এবং সন্তানের পিতা হওয়ার ক্ষমতা রাখে ।
*** এতিম শিশুরা আল্লাহ ও তাঁর রসুলের সা: অত্যন্ত প্রিয় । মহানবী সা: এতিম ছিলেন এবং তাঁকে এতিমদের সংগে বিনম্র হওয়ার নির্দেশ দেয়া হয়েছে । আল্লাহপাক বলেন ,
الم يجدك يتيما فاوي ؟ …. فإما اليتيم فلا تقهر .
সূরা আধ্ধুহা ৬, ১০
*** আল্লাহপাক এতিমদের প্রতি সহযোগীতা করার জন্য বহু আয়াতে আদেশ প্রদান করেন ।
و يسألونك عن اليتمي قل إصلاح لهم خير و ان تخالطوهم فإخوانكم .
সূরা আল বাক্বারা ২২০
يسألونك ماذا ينفقون قل ما انفقتم من خير فللوالدين و الأقربين و اليتمي و المساكين و ابن السبيل و ما تفعلوا من خير فان الله به عليم .
সূরা আল বাক্বারা ২১৫
এ ভাবে বিভিন্ন সূরায় অসংখ্য আয়াত চোখে পড়ে ।
*** যে কোন এতিমের প্রতি উদার হবেন , এটাতো নিয়মতান্ত্রিক কথা । মহানবী সা: বলেছেন ,
احب الناس الي الله أنفعهم للناس .
الطبراني في المعجم الصغير 106/2
*** এতিম যদি হয় রক্তের আত্নীয় , তখন আপনার দায়িত্ব অনেক গুণ বেশী । আল্লাহপাক বলেন ,
واعبدوا الله و لا تشركوا به شيئا و بالوالدين إحسانا و بذي القربي و اليتمي و المساكين .
সূরা আন নিসা ৩৭
او اطعام في يوم ذي مسغبة ، يتيما ذَا مقربة .
সূরা আল বালাদ ১৪-১৫
*** আপনার নিকটতম কোন এতিম সন্তানের লালন – পালন করতে গিয়ে তাঁদের ধন- সম্পদ গ্রাস করবেন না । ইহা আগুন । আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে । মনে রাখবেন যে, তখন জাহান্নাম চির অবধারিত । আল্লাহপাক বলেন,
ان الذين ياكلون أموال اليتمي ظلما إنما ياكلون في بطونهم نارا و سيصلون سعيرا .
সূরা আন নিসা ১০
و لا تقربوا مال اليتيم إلاّ بالتي هي أحسن حتي يبلغ أشده .
সূরা আল আনআম ১৫২
*** এতিমদের পৃষ্টপোষকতা করতে গিয়ে যদি আপনি ধনী ব্যক্তি হয়ে থাকেন , এতিমদের থেকে কখনো কোন বিনিময় নেবেন না । আর যদি আপনি অসহায় হয়ে থাকেন , শরিয়ত সম্মতভাবে যতটুকু আপনি অধিকার পেয়ে থাকেন , কেবল ততটুকুই এতিমদের সম্পদ থেকে ভোগ করতে পারেন । অত:পর তারা বালক হয়ে গেলে তাঁদের সম্পদ তাঁদের দায়িত্বে ফেরত দিয়ে দেবেন । আল্লাহপাক বলেন ,
و لا تاكلوها إسرافا و بدارا ان يكبروا …..
সূরা আন নিসা ৬
*** মহানবী সা: বলেছেন ” জান্নাতে আমার ও এতিম লালনকারী ব্যক্তির মাঝখানে দুই আঙ্গুলের দূরত্ব থাকবে মাত্র । “
ছহীহুল বোখারি ৫৩০৪
*** এক ব্যক্তি রসুল সা:কে বললেন , আমার অন্তরটা বড় পাষাণ । কি ভাবে নম্র করতে পারি ? নবীজী সা: বললেন , গরীবদের খাবার দাও এবং এতিমদের মাথায় হাত বুলিয়ে দাও ।”
মসনদে আহমদ ৭৫৭৬
*** সম্মানিত মুসল্লীবৃন্দ ,
আপনি ৩/৪ বৎসরের সন্তান রেখে নিজেকে একবার মৃত ভাবুন । সন্তানের জন্য কেমন অনূভুতি আসে পরীক্ষা করে দেখুন !!!!!!! পার্শ্ববর্তী আপনার ভাই কিংবা অন্য কেউ যখন নাবালেগ সন্তান রেখে মারা যান , তখন সে সন্তান কিংবা বিধবা স্ত্রীর অব্যক্ত আর্তনাদে আসমান প্রকম্পিত হয় । Are you feeling sad ? I’m speechless. I can’t go to the next !!!!!!!!! I’m sorry oh all of my brothers. I can’t explain my feelings and emotions…..
*** আমার প্রিয় বাংলাদেশী প্রবাসী ভায়েরা ,
আমার খোৎবায় আমিও কাঁদছি । আপনারাও কাঁদছেন । ছুটিতে দেশ সফরে গেলে প্রথমে আপনার নিকটতম এতিম সন্তানদের বুকে জড়িয়ে ধরবেন । আত্মীয়দের মধ্যে এতিম না থাকলে এক দৌড়ে মাদ্রাসায় চলে যান । সেখানে মা, বাবা হারা অসংখ্য এতিম সন্তানেরা আপনার জন্য অপেক্ষা করছে । তাঁদের বুকে জড়িয়ে ধরুন । মাথায় হাত বুলিয়ে দিন । খাবার ও টাকা- পয়সা দিয়ে সাহায্য করুন ।
*** মনে রাখবেন যে, এতিমদের বুকে জড়িয়ে ধরা মানে রসুল সা:কে বুকে জড়িয়ে ধরা ।” Because He Was Also An Orphan…….
*** যে কোন খতীব সাহেব আমার খোৎবাগুলো জুমার খোৎবায় রাখতে পারেন । কোন সমস্যা নেই । Thanks to all of you .
MQM Saifullah Mehruzzaman