Tuesday, November 28, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবর‘টাকা না পেয়ে’ স্ত্রীসহ পরিবারের সবাইকে কোপালেন ছেলে

‘টাকা না পেয়ে’ স্ত্রীসহ পরিবারের সবাইকে কোপালেন ছেলে

চট্টগ্রামের রাউজানে মোরশেদ (৩০) নামে এক যুবক তার স্ত্রী, বাবা, ভাই ও ভাবীসহ ৫-৬ জনকে কুপিয়ে আহত করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার রাত পৌনে আটটার দিকে উপজেলার গহিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গহিরা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোরশেদের বাবা শামসুল আলম (৪৫),  স্ত্রী এনি (২০), ভাই রাশেদ (৩৫), রাসেদের স্ত্রী তানজু বেগম (২৬), ভাতিজা ও ভাতিজি।

গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার বাশি বলেন, ‘কী কারণে ঘটনাটি ঘটেছে তা জানিনা। পারিবারিক কলহের জেরে ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে পায়নি পুলিশ। আমি জেনেছি আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবদুল্লাহ আল হারুন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেনকে পাঠিয়েছি। তিনি আসলে বিস্তারিত জানাতে পারব।’

এসআই শাহাদাত হোসেন বলেন, ‘এখন পর্যন্ত মোরশেদের মা ও তার স্ত্রী আহত হয়েছে বলে জেনেছি। তার বাবাকে খুজে পাওয়া যাচ্ছে না। ধারণা করছি তিনিও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত মোরশেদ পলাতক রয়েছেন।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + 14 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য