ঢাকার সাথে সম্পর্ক আগামী দিনে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। অন্যদিকে রিয়াদের সাথে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বাংলাদেশের রাষ্ট্রদূত গত মঙ্গলবার সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আব্দুল আজিজের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। এসময় ড. পাটোয়ারী সৌদি আরবে তাকে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করার জন্য বাদশাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৌদি বাদশাহর কাছে রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। সৌদি আরবে দায়িত্ব পালনকালে ড. পাটোয়ারীকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন বাদশাহ সালমান।
এর আগে বাংলাদেশের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে মোটর শোভাযাত্রাসহ বাদশাহর প্রাসাদে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ উপস্থিত ছিলেন।