Saturday, December 7, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবর'ঢাকায় ফিরে ৫ লাখ টাকা দিবি, আর যদি না দিস...'

‘ঢাকায় ফিরে ৫ লাখ টাকা দিবি, আর যদি না দিস…’

রাজধানীর যাত্রাবাড়ী থানার চার পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মো. আলম হাওলাদার নামের এক ব্যক্তি এই মামলা করেন। 

মামলার আসামিরা হলেন যাত্রাবাড়ী থানার এসআই মো. আক্তার, এসআই আব্বাস উদ্দিন, এএসআই ওলিউল ইসলাম, কনস্টেবল মো. রিয়াজুল এবং আয়েশা আক্তার বেলি। 

ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। শুনানি শেষে আদালত অভিযোগের তদন্ত করে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

জানতে চাইলে অভিযুক্ত এএসআই ওলিউল কালের কণ্ঠকে বলেন, ‘আমি কী বলব? এ ধরনের কোনো ঘটনা ঘটলে না হয় বলতে পারতাম। এসব ঘটনার বিষয়ে আমার কোনো কিছু জানা নেই।’

অভিযোগে জানা যায়, আসামিরা গত ১২ ডিসেম্বর রাত একটার দিকে আলম হাওলাদারের বাসার দরজায় ধাক্কা ও লাথি মারেন। আলমের স্ত্রী রেশমা বেগম পরিচয় জিজ্ঞেস করলে তারা আইনের লোক বলে জানান। দরজা খুলে দেওয়ার পর আসামিরা তাকে ধাক্কা দিয়ে ঘরের মেঝেতে ফেলে দেন। আলমকে না পেয়ে তারা ঘরের জিনিসপত্র তছনছ করে ওয়ার্ডরোব খুলে দুই লাখ টাকা নিয়ে নেন। অকথ্য ভাষায় গালাগালি করতে থাকলে রেশমা প্রতিবাদ করেন। তখন আক্তার তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন। ওলিউল রেশমার হাত ধরে টানাহেঁচড়া করেন। এ সময় আক্তার রেশমার ফোন দিয়ে আলমকে হুমকি দেন, ‘ঢাকায় ফিরে এসে পাঁচ লাখ টাকা দিবি, আর যদি না দিস, তাহলে তোকে ক্রসফায়ার দিয়ে নদীতে ফেলে দিব।’

বাসায় এসে আলম সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারেন, আসামিদের চারজন যাত্রাবাড়ী থানার পুলিশ এবং আয়েশা তাঁর ভাবি। এখনো আসামিরা বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দিয়ে টাকা দাবি করছেন বলে অভিযোগে বলা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য