Sunday, January 26, 2025
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরতিউনিসিয়ায় দৃষ্টিপ্রতিবন্ধী মন্ত্রী

তিউনিসিয়ায় দৃষ্টিপ্রতিবন্ধী মন্ত্রী

তিউনিশিয়ার ইতিহাসে প্রথম বারের মতো একজন দৃষ্টিপ্রতিবন্ধী মন্ত্রীর নাম প্রস্তাবিত হয়।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) তিউনিশিয়ার প্রধানমন্ত্রী হিশাম মাশিশি ২৫ জন মন্ত্রী ও তিনজন উপমন্ত্রীকে নিয়ে স্বাধীন ও উপযুক্ত নতুন সরকার গঠনের ঘোষণা দেন। এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দৃষ্টিপ্রতিবন্ধী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ওয়ালিদ জায়দির নাম প্রস্তাব করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পাওয়া নিয়ে ওয়ালিদ জায়দি বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আমার নাম প্রস্তাব হওয়ার খবর পেয়েছি। এতে আমি বেশ শঙ্কিত। কারণ আমার বয়স ৩৫-এর কম। তাছাড়া শিল্প-সংস্কৃতি বিষয়ে আমার চেয়ে যোগ্য অনেক চিন্তাবিদরা আছেন। আবার আস্থাবান এ কারণে যে, বিশেষ চাহিদা সম্পন্ন সৃজনশীল প্রতিভার অধিকারী যোগ্য ব্যক্তিদের নিয়ে সংস্কৃতি বিষয়ে কাজ করার সুযোগ পাব। এ বিষয়ে অনেক আগ থেকে আমার পরিকল্পনা ছিল।’

তিনি আরো বলেন, ‘যে দলের সঙ্গে আমি মন্ত্রণালয়ে কাজ করব সেখানে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আছে। দেশের জন্য সবাই একসঙ্গে কাজ করতে চাই। প্রতিবন্ধী হওয়াতে জ্ঞানার্জনের পথ রুদ্ধ হয় না। বরং মানবিক যোগ্যতা বলে জ্ঞানের অনেক ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে।’

ওয়ালিদ জায়দি ১৯৮৬ সালের ৩০ এপ্রিল তিউনিশিয়ার পশ্চিমাঞ্চলের কাফ শহরে জম্মগ্রহণ করেন। দুই বছর বয়স থেকে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। দৃষ্টিপ্রতিবন্ধকতার কাছে হার মেনে শিক্ষার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১৯ সালে তিউনিশিয়ায় প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে পিএইচডির থিসিস পর্যালোচনা সম্পন্ন করেন।  

সূত্র : আনাদোলু এজেন্সি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য