Monday, October 14, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরদেখা হলে মুখের উপর জবাব দেবেন, তসলিমার টুইটে ক্ষুব্ধ মইনের বাবা

দেখা হলে মুখের উপর জবাব দেবেন, তসলিমার টুইটে ক্ষুব্ধ মইনের বাবা

ইংরেজ ক্রিকেটার মইন আলির উদ্দেশে তসলিমা নাসরিনের ‘জঙ্গি’ মন্তব্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া। ঘটনায় হতবাক ও চরম ক্ষুব্ধ মইন আলির পিতা মুনির আলি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কখনো দেখা হলে ভারতে বসবাসরত সাহিত্যিককে মুখের উপর এই ঘটনার জবাব দেবেন তিনি। গোটা ঘটনাটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়েছেন মুনির আলি।

মঙ্গলবার এক বিতর্কিত টুইটে তসলিমা নাসরিন ইংরেজ ক্রিকেটারের উদ্দেশে লেখেন, ‘ক্রিকেটার না হলে মইন আলি সিরিয়ায় গিয়ে ISIS-এ যোগ দিতেন।’ তসলিমার এহেন টুইটে তোলপাড় হয় নেটদুনিয়া। মইনের সমর্থনে এগিয়ে এসে তসলিমার প্রতি নিন্দায় সরব হন তার সতীর্থ জোফ্রা আর্চার, স্যাম বিলিংসরা। সব দেখেশুনে পরে আরেকটি টুইটে তসলিমা তার বিতর্কিত টুইটকে ‘সারকাজম’ আখ্যা দেন অর্থাৎ, সাহিত্যিকের কথায় তিনি মজার ছলে এমন মন্তব্য করেছেন।

মুনির আলি আরো বলেন, ‘সত্যি বলতে আমি ভীষণ ক্ষুব্ধ। তবে রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে লোকজন আমাকেও ছেড়ে কথা বলবে না জানি। তবে কোনো দিন ওনার সঙ্গে দেখা হলে আমি ওনাকে মুখের উপর এর জবাব দেব। আপাতত ওনাকে বলব অভিধানে সারকাজমের অর্থ খুঁজতে।’

মইনের বাবা আরো বলেন, ‘কাউকে না জেনে তাকে নিয়ে এমন মন্তব্য করা আবার পরে সেটাকে মজা বলে উড়িয়ে দেয়া যায় না। উনি যেমনটা ভাবছেন তেমনটা নয় এটা। আমি ভাবতে পারছি না উনি আমার ছেলেকেই বেছে নিয়েছেন। ক্রিকেট বিশ্বে সকলে জানে মইন কেমন মানুষ।’

সম্প্রতি তার জার্সি থেকে বিয়ার প্রস্তুতকারক সংস্থার লোগো সরানোর জন্য চেন্নাই সুপার কিংসের কাছে আবেদন করেছিলেন মইন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তসলিমার এদিনের টুইট প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় শুরু হয়। মইনের জাতীয় দলের সতীর্থ স্যাম বিলিংস অনুরাগীদের কাছে টুইট করে অনুরোধ করেন তসলিমার অ্যাকাউন্টটি রিপোর্ট করতে।

মইনের সমর্থনে এগিয়ে এসে ইংরেজ ফাস্ট বোলার জোফ্রা আর্চার তসলিমাকে টুইটে লেখেন, ‘আপনি কী ঠিক আছেন? আমার কিন্তু মনে হচ্ছে না।’ তার টুইটের প্রতিক্রিয়ায় ইংরেজ ক্রিকেটাররা গর্জে ওঠায় পরে আবার একটি টুইটে তসলিমা দাবি করেন, তিনি নাকি মজা করেই কথাটা বলেছিলেন।

যদিও তসলিমার সেই টুইট মন গলাতে পারেনি কারো। তসলিমার পালটা টুইটের সমালোচনা করে আর্চার আবার লেখেন, ‘মজা? কিন্তু বিশ্বাস করুন আপনার মজায় কেউ হাসেনি, আপনি নিজেও না। আপনার যেটা করার সেটা করুন, টুইটটা মুছে ফেলুন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য