নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে যখন একাধিক পশ্চিমা সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক আনাস আল-শারিফকে “সন্ত্রাসী” হিসেবে অভিহিত করে।
প্রমাণ উপস্থাপন না করেই, রয়টার্স, স্কাই নিউজ, দ্য টেলিগ্রাফ এবং দ্য নিউ ইয়র্ক টাইমস ইসরায়েলি প্রচারণাকে সমর্থন জানিয়ে তাদের শিরোনামে সাংবাদিক হত্যাকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করে।
যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাধীন অলাভজনক সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে) জানায়, আল-শারিফ মাসের পর মাস ধরে “ইসরায়েলি সামরিক অপপ্রচারের” লক্ষ্য ছিলেন, এবং তার হত্যার পরও তেল আবিব কোনো হামাস-সংযুক্তির প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে।
সিপিজে-র সিইও জোডি গিন্সবার্গ বিবিসিকে বলেন, “আন্তর্জাতিক আইন এই বিষয়ে অত্যন্ত পরিষ্কার: যুদ্ধের সময় একমাত্র বৈধ লক্ষ্য হচ্ছে সক্রিয় যোদ্ধারা।”
তিনি আরও বলেন, “ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত যা কিছু উপস্থাপন করেছে, তা থেকে আমাদের এই আশ্বাস পাওয়া যায় না যে আল-শারিফ হামাসের সক্রিয় সদস্য ছিলেন।”
আল-শারিফ ছিলেন অবরুদ্ধ গাজায় কাজ করা শেষ কয়েকজন সাংবাদিকের একজন এবং তিনি রয়টার্স দলের অংশ ছিলেন যারা ২০২৪ সালে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ কভার করার জন্য পুলিৎজার পুরস্কার লাভ করেন।
(TRT World এর ফেসবুক পোস্ট থেকে অনুবাদকৃত)
