Wednesday, February 12, 2025
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরপাকিস্তানে ধর্মীয় রাজনীতিক দল নিষিদ্ধ হচ্ছে

পাকিস্তানে ধর্মীয় রাজনীতিক দল নিষিদ্ধ হচ্ছে

পাকিস্তানে উগ্রপন্থী আচরণের দায়ে একটি ধর্মীয় রাজনীতিক দল নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার।

আন্দোলনের নামে দুই পুলিশ সদস্যকে হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং জনসাধারণের জানমালের ক্ষতি করার অভিযোগে তেহরিক-ই লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নামে ওই রাজনীতিক দলটিকে নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার।খবর আরব নিউজের।

সরকারের পক্ষ থেকে বুধবার ফেডারেল মন্ত্রিসভায় দলটিকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

টিএলপিপ্রধান সাদ রিজভিকে গ্রেফতারের প্রতিবাদে গত সোমবার পাকিস্তানের বিভিন্ন শহরে তাণ্ডব চালায় ধর্মীয় দলটির নেতাকর্মীরা।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, টিএলপির সন্ত্রাসী হামলায় এ দিন দুজন পুলিশ নিহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরও ৩৪০ জন সদস্য গুরুতর আহত হয়েছেন।

তিনি বলেন, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির দায়ে আমরা এ ধর্মীয় দলটির নিষিদ্ধের আবেদন করেছি কেন্দ্রীয় মন্ত্রিসভায়।আশা করি মন্ত্রিসভায় এ প্রস্তাবটি পাশ হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য