Wednesday, December 4, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরপাখির জন্য সরকার বাসা ভাড়া নিয়েছে!!

পাখির জন্য সরকার বাসা ভাড়া নিয়েছে!!

রাজশাহীরর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের আমবাগানে পাঁচ বছর ধরে বাসা বাঁধছে শামুকখোল পাখি। প্রতি বছর নভেম্বর মাসের শেষে এসব পাখি চলে যায়। এপ্রিলে আবার আসতে শুরু করে। ঘুরেফিরে তারা ওই একটি বাগানেই আশ্রয় নেয়। পাখিদের কারণে বাগানের গাছে আম হচ্ছে না, গাছও মরে যাচ্ছে। এ জন্য গত বছর পাখিগুলোকে তাড়িয়ে দিচ্ছিলেন বাগান মালিকরা। গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর পাখির আবাস রক্ষা করতে রুল জারি করে হাই কোর্ট। বন্যপ্রাণী বিভাগকে নিয়ে র‌্যাবও পাখির আবাস রক্ষা করে। তখন আমচাষিদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। এর পরিপ্রেক্ষিতে বাগান মালিকরা অতিথি পাখির ‘বাসা ভাড়া’ হিসেবে নগদ অর্থ পেতে যাচ্ছেন। গত ১ নভেম্বর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব দীপক কুমার চক্রবর্তীর স্বাক্ষরিত পত্রে বন অধিদফতরের অনুন্নয়ন খাত থেকে পাঁচজন বাগান মালিককে পাখির বাসার জন্য ৩ লাখ ১৩ হাজার টাকা ইজারা বাবদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা গেছে, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উন্নয়ন খাত থেকে বন অধিদফতরকে খোর্দ্দ বাউসা গ্রামের আমবাগানে শামুকখোল পাখির বাসার জন্য বাগান মালিককে ক্ষতিপূরণ হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়েছে। যে পাঁচজন আমবাগান মালিক এ বরাদ্দ পাচ্ছেন তারা হলেন- খোর্দ্দ বাউসা গ্রামের মঞ্জুর রহমান, সানার উদ্দিন, সাহাদত হোসেন, শফিকুল ইসলাম ও ফারুক আনোয়ার। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমবাগানের মালিকদের আনুষ্ঠানিকভাবে টাকা দেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য