বুধবার হাতিরঝিলের মীরেরবাগ নতুন রাস্তা মসজিদ গলি ১৫/১ নং বাসায় ও খায়রুলের দোকানে অভিযান চালায় র্যাব-৩। এসময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে পোড়া তেল ও মবিল পুনরায় প্রক্রিয়াজাত করে খাবার তেল হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয়ের অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেয় আদালত। আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানায়, রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁ ও চাইনিজ রেস্টুরেন্টে খাদ্য সামগ্রী তৈরিতে বিপুল পরিমাণ তেল ব্যবহৃত হয়, যা পরবর্তীতে অল্প দামে ক্রয় করতেন অভিযুক্ত খায়রুল ইসলাম মামুন। এসব তেল প্রক্রিয়াজাতের মাধ্যমে খাবার তেল হিসেবে তৈরি ও বিক্রি করতেন। আর এই কাজটি তিনি গত দুই বছর থেকেই করে আসছিলেন। তিনি প্রতি লিটার ৫০ টাকায় এসব তেল বিক্রি করতেন। এসব তেলের গ্রাহক ছিলেন নিম্ন শ্রেণির লোকজন। তারা না বুঝে সস্তা হওয়ার কারণে কিনতেন। এসব তেল স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অভিযানের সময় তার দোকান থেকে সাড়ে ৪ হাজার লিটার পোড়া মবিল ও তেল জব্দ করা হয়। তার প্রক্রিয়াজাত করা কারখানাটি সিলগালা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের মালিক ইসলাম মামুনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রমমাণ আদালত।
ইত্তেফাক/এমএএম