পরিচ্ছেদঃ আত্মীয়তা অক্ষুন্ন রাখার গুরুত্ব
(১৭৩২) কাতাদাহ (রহঃ) কর্তৃক বর্ণিত, খাসআম গোত্রের এক ব্যক্তি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলাম। তখন তিনি তাঁর কিছু সঙ্গী-সাথীর সাথে ছিলেন। আমি বললাম, আপনিই কি মনে করেন, আপনি রাসূলুল্লাহ?’ তিনি বললেন, ’’হ্যাঁ।’’ আমি বললাম, ’হে আল্লাহর রসূল! কোন্ আমল আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়?’ উত্তরে তিনি বললেন, ’’আল্লাহর প্রতি ঈমান আনা।’’ আমি বললাম, ’হে আল্লাহর রসূল! তারপর কী?’ তিনি বললেন, ’’তারপর আত্মীয়তার বন্ধন বজায় রাখা।’ আমি বললাম, ’হে আল্লাহর রসূল! তারপর কী?’ তিনি বললেন, ’’তারপর ভালো কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দান করা।’’
আমি বললাম, ’হে আল্লাহর রসূল! কোন্ আমল আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণ্য?’ তিনি বললেন, ’’আল্লাহর সঙ্গে শির্ক করা।’’ আমি বললাম, ’হে আল্লাহর রসূল! তারপর কী?’ তিনি বললেন, ’’তারপর আত্মীয়তার বন্ধন ছিন্ন করা।’’ আমি বললাম, ’হে আল্লাহর রসূল! তারপর কী?’ তিনি বললেন, ’’তারপর মন্দ কাজের আদেশ ও ভালো কাজে বাধা দান করা।
عَنْ قَتَادَةَ عَنْ رَجُلٍ مِنْ خَثْعَمَ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِهِ قَالَ: قُلْتُ: أَنْتَ الَّذِي تَزْعُمُ أَنَّكَ رَسُولُ اللَّهِ؟ قَالَ: نَعَمْ. قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: إِيمَانٌ بِاللَّهِ. قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ثُمَّ مَهْ؟ قَالَ: ثُمَّ صِلَةُ الرَّحِمِ. قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْأَعْمَالِ أَبْغَضُ إِلَى اللَّهِ؟ قَالَ: الْإِشْرَاكُ بِاللَّهِ. قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ثُمَّ مَهْ؟ قَالَ: ثُمَّ قَطِيعَةُ الرَّحِمِ. قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ثُمَّ مَهْ؟ قَالَ: ثُمَّ الْأَمْرُ بِالْمُنْكَرِ وَالنَّهْيِ عَنِ الْمَعْرُوفِ
(আবূ য়্যা’লা ৪৮৩৯, সহীহ তারগীব ২৫২২)