২২/ নিষিদ্ধ কার্যাবলী
পরিচ্ছেদঃ (অন্যায় ভাবে) কাউকে কষ্ট দেওয়া নিষেধ
(২২২৮) খালেদ বিন অলীদ (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে সবচেয়ে বেশি শাস্তি বা কষ্ট দেয়, কিয়ামতের দিন সে সবচেয়ে বেশি আযাব ভোগ করবে।
عَنْ خَالِدِ بْنِ الْوَلِيْدٍ قَالَ : قَالَ النَّبِـيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ أَشَدُّ النَّاسِ عَذَابًا لِلنَّاسِ فِي الدُّنْيَا
(আহমাদ ১৬৮১৯, শুআবুল ঈমান বাইহাক্বী ৫৩৫৬, সহীহুল জামে’ হা/ ৯৯৮)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার