পরিচ্ছেদঃ মুশরিকদের সাথে সহাবস্থান
(২৩৭৬) সামুরাহ (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুশরিকদের সাথে বসবাস করো না এবং তাদের সাথে সহাবস্থান করো না। সুতরাং যে তাদের সাথে বসবাস করবে অথবা সহাবস্থান করবে, সে তাদেরই মতো।
(সহীহ তিরমিযী ১৬০৫, ত্বাবারানী ৬৯০৫, হাকেম ২৬২৭, বাইহাক্বী ১৮২০১)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ সামুরাহ ইবনু জুনদুব (রাঃ)