প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই।

0
31
রাসুল (সা:) এর হাদিস

পরিচ্ছেদঃ সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ।

২১৭২. কুতায়বা (রহঃ) …… হুযায়ফা ইবন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যাঁর হাতে আমার প্রাণ সে সত্তার কসম, তোমরা অবশ্যই সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ করতে থাক। নতুবা অচিরেই আল্লাহ তাআলা তোমাদের উপর তাঁর আযাব নিপতিত করবেন। তখন তোমরা তাঁর নিকট দুআ করবে কিন্তু তিনি তোমাদের দুআ কবুল করবেন না। সহীহ, সহিহাহ ২৮৬৮, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২১৬৯ [আল মাদানী প্রকাশনী]

আলী ইবন হজর (রহঃ) … আমর ইবন আবূ ’আমর (রহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণিত আছে।

এ হাদীসটি হাসান।

হাদিসের মানঃ সহিহ (Sahih)

 বর্ণনাকারীঃ হুযায়ফাহ ইবন আল-ইয়ামান (রাঃ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 11 =