পরিচ্ছেদঃ খাদ্য-শস্য মাপার মাহাত্ম্য
(২৪২৩) মিকদাম বিন মা’দীকারিব (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের খাদ্যদ্রব্য মেপে রাখ, এতে তোমাদের জন্য বরকত দান করা হবে।
(বুখারী ২১২৮)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ মিকদাম (রাঃ)