সংগ্রাম অনলাইন ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনি পশ্চিম তীরে আরো চারটি অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে তেল আবিব। এছাড়া, পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের উত্তরে আরো নয় হাজার ইউনিট বসতি নির্মাণের পরিকল্পনা নিয়েছে। ইসরাইল এবং ফিলিস্তিনের গণমাধ্যম এ খবর দিয়েছে।
গতকাল (রোববার) ইসরাইলের পরিবহনমন্ত্রী মিরি রেজেভ পশ্চিম তীরে নতুন চারটি বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দেন। ইসরাইলের চ্যানেল ইলেভেনের বরাত দিয়ে ফিলিস্তিনের মা’আন সংবাদ সংস্থা জানিয়েছে, জেরুজালেম আল-কুদস শহরের পৌরসভা সেখানে ইহুদিদের জন্য নয় হাজার বসতি নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে।
সূত্র অনুযায়ী, জেরুজালেম শহরের পরিত্যক্ত বিমানবন্দরের কাছে কয়েক হাজার ইউনিট বসতি নির্মাণ করা হবে। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ওই এলাকা দখল করে নেয় ইহুদিবাদী ইসরাইল।
কয়েক বছর আগে জেরুজালেম শহরের এ নির্মাণ প্রকল্প নিয়ে পরিকল্পনা করা হয় কিন্তু আন্তর্জাতিক রাজনৈতিক চাপের কারণে কয়েক বার তা স্থগিত করে তেল আবিব।#
ডিএস/এএইচ