Saturday, December 14, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরবাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করল সৌদি

বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করল সৌদি

বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীকের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। বাণিজ্যিক বিষয়ে যে কোনো দেশের চিহ্ন ও লোগো এবং ধর্মীয় জিনিসের প্রতীক ব্যবহারও নিষিদ্ধ করেছে দেশটি। গতকাল রবিবার (১৭ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এই প্রতীকগুলোর অপব্যবহার রোধ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রী ডা. মাজেদ আল কাসাবি বলেন, ধর্মীয় প্রতীকের প্রবিত্রতা রক্ষায় সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে সৌদির রাজধানী রিয়াদে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে কাবার মতো দেখতে একটি জিনিস প্রদর্শন করা হয়। ওই মঞ্চে শিল্পিরা নাচ গান করছিলেন। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়। এরপরই সৌদির পক্ষ থেকে এমন নির্দেশনা এলো। তবে এই ঘটনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সেটি স্পষ্ট নয়। এ ছাড়া ভিডিওটির সত্যতাও যাচাই করা হয়নি।

নির্দেশনা বলা হয়েছে, জাতীয়, ধর্মীয় ও পবিত্র প্রতীক যে কোনো ধরনের প্রচার প্রচারণা এবং অন্যান্য বাণিজ্যিক বিষয়াবলীতে ব্যবহার করা যাবে না। লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সৌদির আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি গেজেটে সিদ্ধান্ত প্রকাশের ৯০ দিন পরে এই আইনের প্রয়োগ শুরু হবে। নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্য আনতে ব্যবসাগুলোকে সময় দেওয়া হবে।

মন্ত্রণালয় উল্লেখ করেছে, আগে থেকেই বাণিজ্যিক বিষয়াবলীতে সৌদির পতাকা ব্যবহার নিষিদ্ধ আছে।কারণ এই পতকায় কালেমা খচিত আছে, একটি পাম গাছ এবং দুটি তরবারির চিহ্ন রয়েছে। নির্দেশনায় সৌদির নেতাদের নাম ও ছবি প্রিন্ট করা জিনিস, অন্যান্য জিনিসপত্র, উপহার এবং প্রচারণামূলক বিষয়েও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য