Sunday, March 3, 2024

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমবিবিধবৃষ্টি নিয়ে ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ লেখেন:

বৃষ্টি নিয়ে ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ লেখেন:

‘আল্লাহ কী নিখুঁতভাবে ফোঁটায়-ফোঁটায় অবিরল ধারায় বর্ষণ করেন বৃষ্টি! এক ফোঁটা আরেক ফোঁটার গায়ে লাগে না কখনও। সকলেই পৃথক পৃথক সুতার মতো আকাশের বুক ফুঁড়ে নেমে এসে স্পর্শ করে এই শ্যামল মাটির বুক৷ যে ফোঁটাটির পরে নামবার কথা, সেটি পরেই নামে, আগে নামতে পারে না; যেটির আগে ঝরবার কথা, সেটি আগেই ঝরে, পিছিয়ে পড়ে না৷ এ যে কী নিখুঁত জাল-বুনন বৃষ্টির!

ফোঁটাগুলি তাদের প্রায় গা ঘেঁষে ঝরতে থাকা অন্য ফোঁটাদের কিছুতেই ছুঁতে পারে না৷ নয়তো সমস্ত একাকার হয়ে সুবিশাল আঁটির মতো জমিনের ওপর ধুম করে ফেটে পড়ত পানির এক মস্ত বোঝা৷ আর, এক ধাক্কায় নিপতিত বৃষ্টির এই ভারী বোঝায় মানবজাতির হতো মারাত্মক ক্ষয়ক্ষতি, ছিন্নভিন্ন হয়ে যেত গাছপালা, ঘরবাড়ি, ফলমূল, ফসলি জমি, পশুপাখি। ’

দেখুন, বৃষ্টি-ফোঁটার ক্ষেত্রেই যদি এমন নিখুঁত হয়ে থাকে তাঁর ব্যবস্থাপনা এবং কর্মপরিচালনা, তাহলে নানান ঘটনা-অনুষঙ্গে ভরা আমাদের জীবন পরিচালনায় কী সূক্ষ্ম ও নিখুঁত হতে পারে তার ব্যবস্থাপনা!

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।।

জাগ্রত বিবেক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য