Saturday, December 14, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরউম্মাহ খবরমার্কিন সহায়তায় পশ্চিমতীর দখলে নেবে ইসরাইল!

মার্কিন সহায়তায় পশ্চিমতীর দখলে নেবে ইসরাইল!

মার্কিন সহায়তায় পশ্চিমতীর দখলে নেয়ার পরিকল্পনা করছে ইসরাইল। মঙ্গলবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের মধ্যেই অধিকৃত পশ্চিমতীরকে দখলে নেয়ার পরিকল্পনা করেছে ইসরাইল। ইতোমধ্যে পশ্চিমতীরকে ইসরাইলের ভূখণ্ডের সাথে যুক্ত করার ঘোষণাও দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ।

সূত্রটি আরো জানিয়েছে, স্মোত্রিচ আশা প্রকাশ করছেন, ওয়াশিংটনের নতুন প্রশাসন ইসরাইল অধিকৃত পশ্চিমতীরের ‘সার্বভৌমত্বের’ স্বীকৃতি দেবে। এরপরই উদ্বেগ শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে স্মোত্রিচ বলেছেন, ‘২০২৫ সাল হবে জুডিয়া এবং সামরিয়ায় (জুডিয়া এবং সামরিয়া বলতে ইসরাইল সমগ্র পশ্চিমতীরকে বোঝায়) সার্বভৌমত্বের বছর।’

তিনি আরো বলেন, ‘আমি জুডিয়া এবং সামারিয়ায় ইসরাইলি সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করার নির্দেশ দিচ্ছি।’

ইসরাইলের এই পদক্ষেপে ট্রাম্পের সমর্থনের আশা করে উগ্রপন্থি এ নেতা আরো বলেছেন, ‘কোনো সন্দেহ নেই যে প্রেসিডেন্ট ট্রাম্প যিনি তার প্রথম মেয়াদে তার সিদ্ধান্তে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন তিনি এই পদক্ষেপে ইসরাইলি রাষ্ট্রকে সমর্থন করবেন।’

ইসরাইলের ক্ষমতাসীন জোটের মধ্যে পশ্চিমতীরকে সংযুক্তি এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতার বিষয়ে চুক্তি রয়েছে বলে স্মরণ করিয়ে দেন স্মোত্রিচ।

সূত্র : আল জাজিরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য