মক্কার মাসজিদুল হারামের নারী হজযাত্রী ও দর্শকদের সেবা দিতে এক হাজার পাঁচশ নারীকর্মী নিয়োগ দিয়েছে পবিত্র দুই মাসজিদের পরিচালনা পরিষদ। নারী মুসল্লিদের সেবা দিতে তারা বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন।
টেকনিকেল ও সেবা প্রদানের লক্ষে ছয়শত জনকে নিয়োগ দেওয়া হয়। আর বাকি কর্মীদেরকে ইলেকট্রিক যান, জমজম পানি সরবরাহ, নির্দেশিকা বিভাগ, পরিচালনা বিভাগ, গণযোগাযোগ ও তথ্য যোগাযোগ বিভাগ এবং অভ্যন্তরীণ অডিটিং বিভাগে নিয়োগ দেওয়া হয়।
পরিচালনা বিভাগের নারী উন্নয়ন বিভাগের উপপরিচালক ড. আল আনাউদ বিনতে খালিদ আল আবাউদ জানান, ২০২৪ সালে পরিচালনা বিভাগের পুর্নর্গঠন পরিকল্পনার অংশ হিসেব এ উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র দুই মাসজিদে সেবা বৃদ্ধি করাই এই পরিকল্পনার প্রধান লক্ষ্য।
আল আনউদ আরও জানান, সৌদি যুবরাজ ঘোষিত ভিশন-২০৩০ অনুসরণ করে পবিত্র মাসজিদে আগত নারী হজযাত্রী ও দর্শকদের সেবার উন্নয়নে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে নারী কর্মীদের নিয়োগ দেওয়া হয়। সূত্র : আরব নিউজ
পিডিএসও/হেলাল