Wednesday, November 29, 2023

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরমিসরে করোনা হাসপাতালে আগুন, সাতজনের মৃত্যু

মিসরে করোনা হাসপাতালে আগুন, সাতজনের মৃত্যু

মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত একটি বেসরকারি হাসপাতালে আগুনে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। স্থানীয় কয়েকজন কর্মকর্তা ও সংবাদমাধ্যমের বরাতে খবরটি নিশ্চিত করা হয়েছে।

কায়রো থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলের এল ওবুর এলাকায় মিসর আল আমাল হাসপাতালে শনিবার সকাল ৯টার দিকে এ আগুন লাগে।

প্রাথমিক তদন্ত শেষে নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে বলা হয়েছে, বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনার পর হাসপাতাল খালি করে ফেলা হয় এবং রোগীদের কায়রোর আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মিসরে গত সপ্তাহ থেকে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার নতুন এক হাজার ১৮৯ জনের ভাইরাস শনাক্ত হওয়া এবং ৪৩ জন মারা যাওয়ার খবর জানিয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩১ হাজার ৩১৫ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা সাত হাজার ৩৫২ জন।

সূত্র : রয়টার্স

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য