Thursday, October 3, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবরমৃত্যুদণ্ড বিলুপ্ত করল কাজাখস্তান

মৃত্যুদণ্ড বিলুপ্ত করল কাজাখস্তান

মৃত্যুদণ্ড বিলুপ্ত করে আইন পাস করেছে কাজাখস্তান। প্রায় দুই দশক মৃত্যুদণ্ডের আইন স্থগিত রাখার পর এটি বাতিল করার বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট কাসিম জোমারত তোকায়েভ। শনিবার দেশটির প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়।

ইন্টারন্যাশনাল কভেনান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের দ্বিতীয় অপশনাল প্রটোকল পার্লামেন্ট অনুসমর্থন করার পর প্রেসিডেন্ট আইনটিতে স্বাক্ষর করেন। খবর আল জাজিরা ও আরব নিউজের।

একনায়কশাসিত মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে ২০০৩ সাল থেকে মৃত্যুদণ্ড স্থগিত রয়েছে। কিন্তু আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়ে আসছিল।

নতুন আইনের ফলে এখন থেকে আর মৃত্যুদণ্ড দেয়া হবে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য