Saturday, December 14, 2024
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

হোমদৈনন্দিন খবররোজকার তাজা খবরযুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন

ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ওয়াশিংটন ইউক্রেনকে এ ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জন্য সবুজ সংকেত দেয়ার মাত্র একদিন পরই এ হামলা চালানো হয়।

সকালে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন ‘আর্মি ট্যাকটিকেল মিসাইল সিস্টেম’(এটিএসিএমএস নামে পরিচিত) ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এ হামলা চালায় বলে জানিয়েছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, তারা পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে একটি নিষ্ক্রিয় করা হয়েছে। এর ধ্বংসাবশেষের কারণে ওই এলাকার সামরিক স্থাপনায় আগুন লেগেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এই হামলা দুপুর ৩টা ২৫ মিনিটে করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ধরা আগুন দ্রুত নিভে যায়। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ইউক্রেনের সামরিক বাহিনী এর আগে নিশ্চিত করেছিল তারা রাশিয়ার ব্রায়ান্সক অঞ্চলে হামলা চালিয়েছে। তবে তাতে এটিএসিএমএস ব্যবহার করা হয়েছে কিনা তা জানায়নি।

তারা বলেছে, কারাচেভ শহরের কাছে সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের মধ্যে একটি ডিপোতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এতে বারটি বিস্ফোরণ ঘটেছে।

সূত্র : বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য